কবিতা ।। স্বার্থ ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, December 18, 2022

কবিতা ।। স্বার্থ ।। অশোক দাশ

স্বার্থ

অশোক দাশ


স্বার্থের পৃথিবীতে বহুরূপী বদলায় রং
ঔদ্ধত্য অহং প্রকট,
বৃহতের আস্ফালন
ক্ষুদ্র পদানত।
স্বার্থের স্বপ্নে বিভেদ বিস্ফোরণ
বিভেদ ভাঙ্গে ঐক্য
 লোভের যুপকাষ্ঠে অকাল বলিদান,
ভালোবাসা ঘৃণ্য
 পণ্য মান- সম্মান।
ভোগের স্বার্থে মেকি ভালোবাসা
ভালোবাসায় শকুনের লোলুপদৃষ্টি
                     নেই অমৃত সুধা বৃষ্টি।

যৌবন মুঠোফোনের নেশায় মত্ত
বাঁচার এখন একমাত্র স্বত্ত্ব।
ভাবনায় আনো নতুন কৃষ্টি
যাক রসাতলে অমূল্য সৃষ্টি।

স্বার্থের দাসত্বে বন্দী ফেরারি মন
সরল অংক জটিল জ্যামিতিক প্যাঁচে আবদ্ধ।
ভাঙো  দেশ ভাঙো প্রদেশ
দ্বন্দ্ব সংঘাতে চূর্ণ বিচূর্ণ হোক
মানুষের সহজাত  প্রবৃত্তি
স্নেহ -প্রেম -মায়া -মমতা।
সুনাম -অর্থ -যশ -ভোগ- ত্যাগ 
সবেতেই লুকিয়ে আছে স্বার্থ।
নিঃস্বার্থ শুধু আভিধানিক শব্দ অলঙ্কার।
 
============== 

 
অশোক দাশ
ভোজান, রসপুর ,হাওড়া।।





No comments:

Post a Comment