কবিতা ।। অনুভবে পাই ।। মীরা রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, December 18, 2022

কবিতা ।। অনুভবে পাই ।। মীরা রায়

 

অনুভবে পাই

মীরা রায়

সব কিছু দেখে বুঝা যায় না
অনুভবে পাওয়া যায়
যেমন শীত গ্রীষ্ম বর্ষা দেখা যায় না
অনুভবে ও বুঝায়।
দুঃখ ক্ষোভ কষ্ট নিজের অনুভূতি
একান্ত ই নিজের
কাউকে বলার দরকার পড়ে না
নেই কোনো খোঁজের।
ভালোবাসা সে ও তো অনুভূতি
সুখ ও তাই
সবকিছু ই অনুভব, অনুভূতি
ওতেই সব পাই।
শোক তাপ, রোগ, ব্যথা 
সবই অনুভূতির ব্যাপার
শান্তি অশান্তি তাও
নিজের মধ্যে থাকে সবার।
 
=========

মীরা রায়
আঁকড়ি, শ্রীরামপুর, পুরশুড়া, হুগলি।




No comments:

Post a Comment