কবিতা ।। সর্বহারার স্বার্থ চুরি ।। হারান চন্দ্র মিস্ত্রী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, December 18, 2022

কবিতা ।। সর্বহারার স্বার্থ চুরি ।। হারান চন্দ্র মিস্ত্রী

সর্বহারার স্বার্থ চুরি    

হারান চন্দ্র মিস্ত্রী     

         
ভানুমতীর খেলা চলছে জগৎ জুড়ে।  
একই লোক একই পথে যায়-আসে অনন্তর 
যন্ত্রের মতো।  
নেই তার অগ্র-পশ্চাতগতি।  
তাদের সমগতিতে চলতেই হবে  
এক শ্রেণীর মানুষের অভিলাষ পূরণের জন্যে।  
তাদের সুখের দায়ভার নিরন্ন মনুষের হাতে। 
এদের বিশ্রামের সুযোগ থাকতে নেই- 
থাকে নাও।  
এরা সর্বহারা বলে পরিচিত জগতে।  
স্বার্থ চুরি করে ওরা অর্থের পাহাড় গড়ে,
ওরা সম্মান পায় পীরের মতন।  
দেশটা তাদের হাতে পড়ে সংকটাপন্ন। 
লোভ আর স্বার্থের টানে  
তলানিতে এসে ঠেকেছে বিপন্ন মানবতা।  
হানাহানি আর টানাটানি করে  
ছিনিয়ে নিয়েছে সর্বহারার স্বার্থ।  
আম খেয়ে আঁটিও চুষে ছেড়ে দেয় এরা-
পীপিলীকাও অভুক্ত থাকে।    
সর্বহারার সুখ চুরি করে স্বার্থচোরের উদরপূর্তি হয়।
__________
 
 
হারান চন্দ্র মিস্ত্রী
গ্রাম ও পো- আমতলা,
থানা-ক্যানিং,
জেলা-দক্ষিণ ২৪ পরগনা,
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ,
পিন নং-743337


1 comment: