Featured Post
কবিতা ।। সময়কে ভালোবাসি ।। পূজা সিংহ রায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সময়কে ভালোবাসি
পূজা সিংহ রায়
হয়তো আমার মধ্যে অনেক খামতি,
এই কমতি দিয়েই সন্তুষ্টির নীড় গড়ে পূর্ণতার মহোৎসব করি।
অন্ধকারে আর ভয় পাই না,
জোনাকিরা যে একলা ছাড়ে না।
বস্তুগত অধিকত্বের চাওয়া পাওয়া গুলো কে
পুঁটলিতে পুরে হারিয়ে দিয়েছি।
অন্ধকার ঘরে খুঁজতে থাকা
অজানা প্রশ্নোত্তরের উপর আলোকপাত করে,
সময় কত অজানা সমীকরণের সমাধান পথ জানিয়ে দেয়।
সময়ই প্রতি রাতে শান্তির অ্যারোমায় ঘুম পাড়িয়ে দেয়,
সময়কেই ভালোবেসেছি, নিরবচ্ছিন্ন সঙ্গী সবার।
কানে কানে আশ্বাস ও মন্ত্রণা দিয়ে যায়
শান্ত থেকে সময়ের স্রোতে ভেসে চলার।
খেয়া কোন তীরে নোঙর বাঁধবে,
তা নাকি সময় জানে।
রক্ষাকর্তা হয়ে দায়িত্ব নিয়েছে,
ডুবতে দেবে না কোনো এলোপাতাড়ি বানে।
বেশ তো তবে সে পথেই ভাসুক তরী,
গন্তব্যস্থলে যাত্রাপথের বৈচিত্র্যময় দৃশ্য গুলো উপভোগ করি।
তুমি এই খেয়া নীড়ে আসলে তোমারও হয়তো ভালো লাগতো,
নীরবতা তুমিও তো বেশ পছন্দ করো।
আর আতিথেয়তা, যত্ন আত্তি..
তুমি তো আমার বর্ণমালার সবটা জানো।
===============
পূজা সিংহ রায়
বোলপুর, বীরভূম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন