কবিতা ।। নাড়ুগোপাল ।। সবুজ জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, December 18, 2022

কবিতা ।। নাড়ুগোপাল ।। সবুজ জানা

 

নাড়ুগোপাল

সবুজ জানা

নাড়ুগোপাল! হেয়ালিটা কানাকানি তা বিলক্ষণ আমি জানি।
আমার জীবনীটা পড়। ডিজিটাল প্রতিবাদ ও তোতাকাহিনি।
আমার ফেয়ারীটেল মুভমেন্ট পাড়ার মোড়ের চায়ের ঠেকে
নেহাত না'হয় হাঁটতে রাজি নিরাপদ দূরত্ব রেখে 
শেয়ালের সুরে স্লোগান তুলি ভীড় ঘ‍্যাঁষে হুক্কাহুয়া 
চললে গুলি তোমার রক্ত আনুক স্বাধীনতা পূণ্যতোয়া...

যদি এই নাড়ু শেয়ানের কথাই অনুসরণীয় ধরো 
অযথা এই বলিদান কিংবা রাজপথ থেকে জেলভরো 
তার চেয়ে এঁদোগলির অন্ধকারে গাঢাকতে বেশ রাজি
ভাবতে পার তোমরা হাড়হাভাতে, বজ্জাত কিংবা পাজি!
আবার কোনো সার্ভেকার, সুযোগ বুঝে উঁকি দেবো
সেলুলারের ফলক ঘেঁটে-'ঘ' নিজের নামটা লিখিয়ে নেবো।
                                                                            
==============

সবুজ জানা
পাঁশকুড়া
পূর্বমেদিনীপুর

No comments:

Post a Comment