কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2024

কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত

উন্মেষ 

বিশ্বজিৎ সেনগুপ্ত 

 
একটা নতুন বছর আসা মানে-
একটা বছর ফেলে যাওয়া ;
হরেক চেষ্টা, নির্ভেজাল ইচ্ছা কী
আর নিয়ে যায় তার কাছে!

যা যা করার ছিল তার কোলে বসে 
করা হয়নি বলে শুধু জেগে থাকে হাপিত্যেশ...

দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝার অভিশাপে
কত ফুল ঝরে যায় 
অজস্র অনির্মাণে নিস্ফল আক্ষেপে
বেঁচে থাকা ইতিহাস বর্তমান খোঁজে...

চৌকাঠ পেরোই-ঢুকে পড়ি বর্তমানে
অসম্পূর্ণ পাঠের অতৃপ্ত সুখে 
সাজানো বরণডালায় চলে আসা নতুন বছর 
ডেকে নেয় কাছে

কাছে যাই অপার উৎসাহে 
তবু পড়ে থাকে অসমাপ্ত ক্যানভাস;
অসম্পূর্ণতায় নির্মিত বিনির্মানে 
নবজাতকের মতো ভূমিষ্ঠ হয়

আর একটা নতুন সকাল!

একদিন বোধে আসে-
জীবন ক্ষণকাল!
 
============== 
 
বিশ্বজিৎ সেনগুপ্ত 
যশোহর রোড
অমরপল্লী, কোলকাতা-৭০০০৭৪ 



No comments:

Post a Comment