কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2024

কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা

 

ভুল 

সুপ্রভাত মেট্যা 



হতে পারত অনেক কিছুই, হয়নি।
একটা ভুল, 
আজ কে পিছনের কাল করে ঠেলে দিত জলে, অতলে! 
এতক্ষণে, চৌচির লেখা থেকে দূরে, 
অন্ধকারে আকাশ দেখতাম হয়তো 
নিজের ছায়ায়, অন্য কোথাও।
কিন্তু হয়নি। গত হতে হতে 
এই যে আগত হাতের টান থেকে ফিরে আসা, 
ওই কার হাত? কোন ঈশ্বর? 
জীবন মৃত্যুর মধ্য মুহূর্তে কার কালমূর্তি? 
সাক্ষাতে হঠাৎ এসে ফুড়ুৎ, উড়ে চলে গেল 
কোন সে কোথায়?

লাফিয়ে, এই লাইন টপকে রেল মুখোমুখি আমি কে, 
কে রক্ষা করল, জীবন? 
কত লোকে কত কী যে বলে গেল, 
আমার আমি, শুধু স্থির.....

মানুষের গালমন্দও যে 
এত মধুর হয়ে নাড়া দিতে পারে......বুঝলাম!

===============
সুপ্রভাত মেট্যা 
গ্রাম :- বলরামপুর 
পোষ্ট :- জয় বলরামপুর 
থানা :- তমলুক 
জেলা :-পূর্ব মেদিনীপুর 
পিন:- ৭২১১৩৭








No comments:

Post a Comment