কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2024

কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান

 

পথ চলা 


এখনো সময় রয়েছে বাকি 
জীবনের এই পথচলায়
দিন বদলের স্বপ্ন আঁকি
অবচেতনে রাত্রিবেলায়। 

হাঁটছি তবে প্রশান্তি ভরে
ভালোলাগার সরণিতে
মধুর স্মৃতি আঁকড়ে ধরে
বেঁচে আছি ধরণীতে। 

বাধার পাহাড় সরিয়ে দিয়ে
শুরু তবে নিত্য অভিযান
কাটুক জীবন আশা নিয়ে
ভুলে গিয়ে মান অভিমান। 

স্মরণ করি একটি কথা
সহজ সরল দিন যাপনে
আদর্শ নীতি মননে যথা
জেগে উঠুক এই জীবনে। 

রচনা- পাভেল আমান- হরিহরপাড়া -মুর্শিদাবাদ

No comments:

Post a Comment