প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

আশপাশ চেয়ে দেখে যা বুঝেছি
নতুন কিছু নয়।
মানুষ মানে মান আর হুঁশ…খুঁজেছি
রীতিমতো মাটি খুঁড়ে।
সত্যিটা ঘুরছিলো ডানা মেলে উড়ে;
হিংস্রতাই তার পরিচয়।
অগত্যা দর্শন ন্যায় নীতি প্রেম কিম্বা আলাপচারিতা
কোনো কিছুতেই সীমানা
কোনো পোষ মানে না।
সখ্যতা অগত্যা
লোক দেখানোর
বিষনখ ঝলকানোর
আর সম্ভাবনার অসীম আকাশের অপচয়।
কখনো কি তারা বুঝবে এইসবেরও শেষ টানতে হয়?
প্রশ্নের সংখ্যা বাড়ে, বেড়েই চলে
কখনও অন্ধকার কখনো ধুলোর আদলে।
আশপাশ চেয়ে দেখে যা বুঝেছি
নতুন কিছু নয়।
===================
প্রতীক মিত্র
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন