কবিতা ।। একান্নবর্তী ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2024

কবিতা ।। একান্নবর্তী ।। অশোক দাশ

 

একান্নবর্তী

অশোক দাশ 


ভাঙ্গনের কূলে দাঁড়িয়ে 
গঙ্গার বুকে মৃত লাশের মিছিল 
পদ্মায় রক্ত স্রোত দেখেছি,
দেখেছি সত্য - পীরের আলিঙ্গনে 
বিভেদ বিদ্বেষ কে পরাভূত  করে
ঝলমলে রোদ্দুরে 
মাটির নিকানো উঠোনে পাতা
 একান্নবর্তী শীতল পাটি।

তুমি কে হে নপুংসক? 
স্বাধীনতার পতাকা কে কর পদদলিত 
রবীন্দ্র-নজরুল -বঙ্গবন্ধুকে কর অসম্মান অপমানিত!
যে পতাকা রঞ্জিত শত শহীদের আত্মত্যাগে, 
জননী- জায়া- পুত্র -কন্যা-র রক্তাক্ত ইতিহাসে। 

তুমি কে হে জল্লাদ? 
জাতের নামে ভণ্ডামি করে 
রক্তাক্ত ছুরিতে ছিন্নভিন্ন করতে চাও 
সখ্যতার স্বপ্ননীড়।
তফাৎ যাও শয়তান, 
হট যাও।
ভাবি কাল তোমাদের ক্ষমা করবে না। 
মন্দির ভেঙে মসজিদ 
মসজিদ নিশ্চিহ্ন করে 
মানবতার দুর্ভেদ্য প্রাচীর ভাঙতে পারোনি
পারবেও না কোনদিন। 

বৈচিত্রের রামধনু রঙে রাঙা 
বুকের রক্ত দিয়ে 
আল্পনায় আঁকা  পটচিত্রে,

আমিনার কোলে অরিন্দম 
কানাই এর কাঁধে আয়েশা।
যুগ - যুগ থাকবে অম্লান----
সম্প্রীতির দীপশিখা জ্বলবে অনির্বাণ। 

================
অশোক দাশ 
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত। 




No comments:

Post a Comment