কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2024

কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায়

  কিছু শব্দ 
সমীর কুমার বন্দ্যোপাধ্যায় 

কিছু শব্দ 
ভেসে যায়
আদরের নৌকায়
কিছু শব্দ
রাখা থাকে
স্মৃতির সিন্দুকে 
কখনো আনমনে 
খুলে বসি সিন্দুক
কত শব্দ ভীড় করে
বুকের গভীরে 
চিৎকার করে বলে 
কাগজে লেখো আমায়
সে লেখা রয়ে যাবে
শব্দগুলো অমর রবে
কবিতার শরীরে
মনের গভীরে।।

সত্য মারা যায়
সমীর কুমার বন্দ্যোপাধ্যায় 

কখনও মনে হয়
একটা আগুনরঙা কবিতা 
না লিখলেই নয়
কিন্তু সবই ছবি তা
মিথ্যার বেসাতিরা
ক্ষমতার অলিন্দে 
জাল বোনে তারা
শব্দবাজির ছন্দে 
সত্য মাঠে যায় মারা
বুক জ্বলে যায়
মুখে নাই সারা
লাশেরা ছাই হয়ে যায়
সত্য মারা যায়
শিব ছাই গায়ে
সুন্দর গুহায় লুকায়
মানবতা মরুতে হারায়।।



No comments:

Post a Comment