তিনটি কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2024

তিনটি কবিতা ।। সুশান্ত সেন


   প্রতিশ্রুতি



একটি তারার নামে একটি মৃত্যু লেখার পর
যখন প্রতিবাদ উঠলো
তখন দেখা গেল সাদা কালো এক হয়ে গেছে।

বর্ষার ঝোড়ো হাওয়া ও কালো মেঘ 
আর অঝোরে ঝরে যাওয়া বৃষ্টি
যখন কাপড় খুলতে পারলো না
তখন জানা গেল রাজা বড় ভয় পেয়েছেন।

ভয় পাওয়া চোখে সিংহাসনের দিকে তাকিয়ে
থেকে রাজার প্রতিশ্রুতির কথা মনে থাকলো না,
তিনি তাস সাজিয়ে সাজিয়ে খেলা শুরু করলেন।


  লেখা



কি লিখলে কেন লিখলে
তাই জানতে জানতে বুঝতে বুঝতে
কেটে যাচ্ছে বেলা।
জনে জনে বলে উঠছে 'কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি
এই মেরে দিলাম ঢেরা।
এখন আবার নতুন করে শুরু করো।

নতুন করে শুরু করতে গিয়ে দেখি 
হাতের আঙ্গুল সব 
বেঁকে যাচ্ছে ।
পায়ে একটা ব্যাথা
সোজা হয়ে দাঁড়াতে পারছি না।

রাসবিহারীর দোকানগুলো হতভাগ্যের এই অবস্থা দেখে হাসতে থাকলো
এমন কি সেন মহাশয় এর মিষ্টির দোকানও।

খাতা টা ছিঁড়ে ফেললে কেমন হয় !



ভালো মানুষ



ভালো মানুষ সাপ লুডো খেলায় হারে
ভালো মানুষ রৌদ্র পেলে শান্ত থাকে
যায় কি বোঝা একলা কেন বোধন সারে
বিলুপ্ত হয় সন্ধ্যা তারা গাছের ফাঁকে।

ভালো মানুষ লুপ্ত হলে পৃথিবীতে
ঠক ঠকা ঠক দাঁত লাগবে প্রবল শীতে।

সকাল বেলা এখন দেখি বন্দীশালায়
বিচার বাণী এগিয়ে এসে মুখ তুলে চায়।

==============
সুশান্ত সেন 
৩২বি, শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০



No comments:

Post a Comment