Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার

 

বংশীবদনের সুখদুঃখ

  দীনেশ সরকার 

 

             লোকাল ট্রেনের জানালার ফুরফুরে হাওয়ায় বংশীবদনের মনটাও আজ  ফুরফুর করে উড়ছে। প্রায় ছমাস পরে বংশীবদন মায়ের কাছে ফিরছে। মাকে বলে এসেছিল, একটা কাজ জোটাতে পারলে তবেই ঝুপড়িতে ফিরব।  শীর্ণ শরীরে তার মা পাঁচ বাড়িতে বাসন মেজে মায়ে-পোয়ের অন্ন সংস্থান করছে, এটা সে আর সইতে পারছিল না। তাই স্কুলের গন্ডী পার করেই একটা গ্রীলের কারখানায় ওয়েল্ডিং এর কাজ শিখল। কিন্তু কাজ শিখলেও  তাকে কাজ দেবে কে!

             বংশীবদন শুনেছিল হাওড়াতে অনেক ছোটখাট শিল্প-কারখানা আছে। তাই একদিন ভাগ্যকে সম্বল করে কাজের সন্ধানে বাড়ি ছাড়ল। দিনের পর দিন হাওড়ার অলিতে-গলিতে কারখানার দ্বারে দ্বারে ঘুরে বেড়াল। সবাই সার্টিফিকেট চায়, অভিজ্ঞতা চায়, যার কোনটাই নেই বংশীবদনের। তারউপর ইউনিয়নবাজি, দাদাগিরি। নিরুপায় হয়ে শেষে একটা খুব ছোট স্টীল ফার্নিচার বানানোর কারখানার মালিকের হাতে-পায়ে ধরে অনুরোধ করল তাকে ওয়েল্ডিং এর কাজ দেবার জন্য। এদিকে মালিকেরও একটা ওয়েল্ডিংমিস্ত্রীর খুব দরকার ছিল। কারণ, তার দুজন ওয়েল্ডিং মিস্ত্রীর মধ্যে একজন অসুস্থ হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী। মালিক বংশীবদনকে এক সপ্তাহের জন্য নিয়োগ করলেন। শর্ত একটাই, কাজ ঠিকিঠাক করতে পারলে তবেই রাখবেন, নইলে দূর করে দেবেন।

               বংশীবদন তার কাজ দিয়ে এক সপ্তাহেই মালিকের মন জয় করে ফেলল। মালিক তাকে একটা নির্দিষ্ট বেতনে নিয়োগ করলেন। বেতন খুব বেশী না হলেও বংশীবদনের কাছে সেটা অনেক। মায়ে-পোয়ে কষ্টেশিষ্টে চালিয়ে নেবে। তিন মাসের টাকা জমিয়ে গলির ভিতরে একটা ঘর ভাড়া নিল, মায়ে-পোয়ের জন্য কিছু আসবাবপত্র কিনল। আজ যাচ্ছে মাকে নিয়ে আসতে। মনটা তাই খুশিতে ভাসছে।

                ঝুপড়ির কাছে পৌঁছুতে কিছু মানুষের শোরগোল লক্ষ্য করল। পাশের ঝুপডির হারানকাকু বলে উঠল, 'এই যে নবাবপুত্র এলেন মায়ের মুখাগ্নি করতে।'

                'মুখাগ্নি করতে! কি হয়েছে মায়ের।'

              'কোথায় ছিলি তুই? তোর মা তোর জন্য কেঁদে কেঁদে পাগলের মতো হয়েছিল। নাওয়া-খাওয়া ছেড়েছিল। তার উপর ডেঙ্গুর কোপ। সইতে পারল না।'

               ঘরে ঢুকে মৃত মায়ের বুকের উপর ঝাপিয়ে পড়ল বংশীবদন, 'আমায় ছেড়ে তুমি কোথায় চলে গেলে মা। আমি যে তোমাকে আমার কাছে নিয়ে যাব বলে এসেছি। কথা বল মা, কথা বল।'

 

                                                                                               ***********************************

দীনেশ সরকার

১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,

প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর---- ৭২১৩০৬

মোবাইল ও হোয়াটসঅ্যাপ নংঃ ৯৮০০৪২১৫৩৫                   

                                              

                                                   

                

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত