প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সময়ের জানালা
খোলা হাট
দুটি চোখ চাতকের প্রায় শ্যেনদৃষ্টি
মননে বীরু চাটুয্যে
'রাস্তা কারও একার নয়'
একি! দিগন্ত বিস্তৃত মাঠ
বিবাহ-রাগে রঞ্জিত রাজকনে
মাঘী-পূর্ণিমার গোধূলি লগ্ন
স্পর্শহীন আইবুড়ো
অকাল-জরা।
কেঁপে ওঠে কবির প্রাণ
পীতাভ হরে'ছে দিনেশ
রচি' মৃত্যুর সাজ।
রহিম চাচা, নিবারণ জ্যাঠা
তারিণী খুড়ো - কোথায় তাঁরা?
যতি'বাবুও আসেননি এপাড়ায় নবান্নে।
এবারে বাঁদিকটা চিনচিন করে ওঠে
মোটা কাচের চশমা খুলে ডান হাতে
সাধ্যমতো বাঁদিকটা চেপে
অস্পষ্ট ফেজ আর
রামনাম ধ্বনি ক্ষীণ থেকে ক্ষীণতর
টেবিলে পড়ে থাকা সংবাদপত্রে
'আজ কৃষক বিদ্রোহের বলি তিন'
কবি আজও ব্যর্থ
গৃহীত শপথ -
লিখবেনই বেঁচে থাকার গান।
======= -:- =======
নাম- রিঞ্জক
ফরাক্কা, মুর্শিদাবাদ
৯০৬৪৩৭৮৮৫২
Deal Price: Rs. 12,499.00
Extra 10% direct off on SBI Card (20-23 Jan, 2021)
For Details CLICK HERE
Deal Price: Rs. 16,999.00
Extra 10% direct off on SBI Card (20-23 Jan, 2021)
For Details CLICK HERE
=======================
========================
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন