Featured Post
কবিতা ।। অমীমাংসিত ।। সুমনা ভট্টাচার্য্য
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
অমীমাংসিত
সুমনা ভট্টাচার্য্য
রোদের কাছে বাড়িয়ে দিই হাত
হাতের চেটোয় উত্তাপের গ্রাফ -
ছাড়িয়ে চলে যায় এক স্থানাঙ্ক থেকে আর এক স্থানাঙ্ক …
গহ্বর গভীর ,আগুনের কাছে এগিয়ে যায় ঋণ ধাপে ধাপে -
সব প্রবণতা পুড়ে নিঃশেষ হলে পরে অপলক চেয়ে থাকে অপেক্ষা ,
অপেক্ষা-যেমন এক নিঃসঙ্গ সংলাপ-এক নিরাশ্রয় ভ্রমণের পোশাকি নাম-
দূরে মাইকের ট্রিগার ছুঁড়ে দেয় স্লোগান
অপেক্ষার সান্ত্বনাবিহীন অবয়ব ছড়িয়ে পড়ে আকাশকে ছিন্নবিছিন্ন করে …
টেবিলে রাখা ফাইল থেকে দুটো অমীমাংসিত হাত
এগিয়ে আসে আমার দিকে গোপন এক জানলার খোঁজে ;
এইমাত্র যে ট্রেনটা হুইসেল দিয়ে নড়চড়ে উঠলো
সেও জানান দিল স্থিতাবস্থা ছেড়ে সে-ও জড়িয়ে নিচ্ছে এক অনির্দিষ্ট অপেক্ষা -
এক গোপন অস্থিরতা আমার মধ্যে মাথা চাড়া দিয়ে জানিয়ে দ্যায়
সে-ও আজকাল ঠাঁইনাড়া বহুদিন -
ঠোঁটের কাছে এসে কাপ থেকে কয়েকবিন্দু চা
আমার কুর্তিতে চলকে পড়ে খবর দি'ল
কোনো কোনো অপেক্ষার পথ গন্তব্যের আগেই ফসকে যায়…
-----------------
সুমনা ভট্টাচার্য্য
ফ্ল্যাট নং-4I,4th floor,নন্দগড় হাউসিং কমপ্লেক্স
1/Aকাজীপাড়া মেন রোড
বারাসত, উঃ২৪পরগনা
কলকাতা-700124
---------------
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন