কবিতা ।। আহ্বান ।। গৌর মোহন ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, January 14, 2021

কবিতা ।। আহ্বান ।। গৌর মোহন ঘোষ

Nation pays tribute to Netaji Subhas Chandra Bose on 123rd birthday;  declare January 23 as Patriots Day, demands family | India News | Zee News

           আহ্বান

      গৌর মোহন ঘোষ

হইলে উদয় ভারতগগনে ধুমকেতু সমান,
হে মহানায়ক, মহাবীর।
মূহুর্তে তুলিয়া শির জিতে নিলে প্রাণ
সহস্র কোটি বাঙালির।
তেমনই হঠাৎ চলে গেলে ছেড়ে,
নিভিল জীবনবাতি,
ভারতবাসী আজও কেঁদে ফেরে
খুঁজিয়া দিবস রাতি।
তুমি না চেয়েছিলে মোদের রক্ত?
দেবে বলেছিলে স্বাধীনতা,
সবই কি গিয়েছো ভুলে,ওহে নচিকেতা?
ভারতবর্ষ ব্রিটিশমুক্ত, নয়কো তবু স্বাধীন,
ভারতবাসী রয়েছে আজও পাশবশক্তির অধীন।
দেখিছো কি চক্ষু মেলে তোমার সাধের ভারত
রক্তবসনা,রোগ জীর্ণা তোমার স্বপ্নের ভারত।
রক্তমাখা ছুরিকা হাতে যারা চিরিল বুক
তোমার জননীর,সব দেখিয়াও আড়ালে ঢাকিছ মুখ?
আজও চারিদিকে মুমুর্ষু মানুষের বুকফাটা হাহাকার,
আজও বাটিহাতে ফুটপাতে ফেরে জোটেনা তবু আহার।
বিনিদ্র রাতে শিহরিয়া ওঠে এখনো ভারতবাসী,
এখনি করিবে বুক ঝাঁঝরা তীব্র বুলেট আসি।
সিংহাসন নিয়ে ওরা ফুটবল খেলে
চেয়ে দেখে না কভু নীচে,
(ওরা) মেহনতি মানুষের রক্তে প্রতিপত্তি বাড়ায়
'সাজেসন' যা দেয় সব মিছে।

জীর্ণপথের প্রান্তে বসে আঁকিতেছি তব ছবি,
আমি এক হতভাগা,নহি আমি কবি।
কাঁচা হাতের বাঁকা বর্ণে করি তোমায় আহ্বান
ওঠো বন্ধু,জাগো বীর, আর নয় অভিমান।
বজ্রহস্তে ত্রিবর্ণ পতাকা করয়ে উড্ডিন,
হে নেতাজি, তুমিই পারো রুখিতে এ দুর্দিন।

-------------

@ গৌর মোহন ঘোষ
খামারগাছি,বলাগড়, হুগলি
মোবাইল: ৭৬৯৯৬৩৪২৬৫
মেইল: gourmohanghosh66@gmail.com




 

No comments:

Post a Comment