ছড়া ।। ফিশ ফিশ কথা ।। রঞ্জিত বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, January 14, 2021

ছড়া ।। ফিশ ফিশ কথা ।। রঞ্জিত বিশ্বাস

ফিশ ফিশ কথা

রঞ্জিত বিশ্বাস



নদীতে স্নান করতে এসে
উঠছি আমি হেসে,
মাছের মধ্যে চলছে কথা
আসছে কানে ভেসে।

চিতল বললো পুঁচকে পুঁটি
ছিঁড়ে নেবো টুঁটি,
আবার যদি ধরতে আসিস
আমার কোন ত্রুটি।

ফলুই বললো আরে ল্যাটা
বড লোকের ব্যাটা,
সবাই জানে মাছের মধ্যে
তুই তো একটা ন্যাটা।

মৃগেল বললো হ্যালো কাতলা
তুই তো একটা দাঁতলা,
ভুঁড়ি কমাতে তুই খাবি
খাদ্য হাল্কা পাতলা।

মাগুর বললো ওরে বাটা
কপালটা তোর ফাটা,
হিসাব কষে দেখলাম আমি
তুই তো আস্ত পাঁঠা।
------------- 

 
চাঁদপুর,নদীয়া ,পঃবঃ,,ভারত
পেশাঃ শিক্ষকতা
ফোন নংঃ 7908074219





 

No comments:

Post a Comment