ছড়া ।। চড়ুইভাতি।। জবা সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, January 14, 2021

ছড়া ।। চড়ুইভাতি।। জবা সরকার


 চড়ুইভাতি

জবা সরকার


পিকনিক পিকনিক রবে ওঠে দিকবিদিক,
খুশির আমেজে মাতো সবাই গুছিয়ে ঠিকঠিক।
শীতের দিন এলেই সবার মন মাতে চড়ুইভাতির আশায়,
হৃদয়ের দৃঢ়তা কাটিয়ে উঠে বিনা বাধায় মন ভাসায়।
ভোরবেলা ঘুমভাঙ্গা ছুটিরদিনের মেজাজখানা,
গল্পগুজব নাচগানা,গাড়ির ভেতর নাইকো মানা।
তারপর মিলেমিশে একাকার আনন্দে আটখানা,
হৈ-হুল্লোড় আর রান্নায় থাকে নানান কান্ডকারখানা।
নদীর ধারে কিংবা জঙ্গলে চলো চলে যাই,
 মনের আনন্দে সবে মিলে প্রাণ খুলে গান গাই।
সারাটা দিন বাধাহীন থাকে যে সবাই,
চড়ুইভাতি মানে অনুভূতি শীতে থাকেনা কামাই।
ক্লান্ত শ্রান্ত হয়ে খুন্তি হাতে নিয়ে,
শালপাতার থালা ছাড়া দেয়না অন্ন ক্ষুধা মিটিয়ে।
সূয্যিমামা পশ্চিমেতে বাড়ির কথা পরে মনে,
হাঁকছে দেখো ড্রাইভার ফেরার পালা এবার তবে।
রসদ কিছু নিয়ে সাথে সবাই এবার গাড়িতে ওঠে,
হাসির কথা পড়ছে মনে গল্প আছে সবার সাথে।
শীতের আমেজ জমে যায় পিকনিকেরই আনন্দে,
প্রাণবন্ত হয়ে ওঠে মন দুলে ছন্দে ছন্দে।
বছর পরে কবে হবে এখনই সবে হাত তুলেছে,
বিদায়বেলায় দিচ্ছে টাটা শূন্য ফাঁকা নদীর তীরে...।।
 ----------------- 





নাম–জবা সরকার
ঠিকানা–ওদলাবাড়ি,জলপাইগুড়ি
চলভাষ নম্বর–৯৬৩৫০৩৬১৪০




 

No comments:

Post a Comment