কবিতা ।। না ।। অঞ্জনা দেব রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। না ।। অঞ্জনা দেব রায়

 

    না

অঞ্জনা দেব রায়


হাঁটতে হাঁটতে বাড়ির দেওয়ালে, আর তো হাঁটতে পারব না 
বাড়ির ভেতর ও বাইরে যে দরজা, সেখানে ঢুকবো না ।

গুরুর কাছে শিখেছি ,অসৎ পথে চলবো না ,
শপথ নিলাম, সত্য পথ ছেড়ে নড়বো না ।

যে গাড়ি থামবে না সে গাড়ির পেছনে ছুটবো না ,
কবিতা যে লিখতে বলবে, তার ঘরে গান করব না ।

গলায় সুর আসলেও সকালবেলায় ভজন আমি ধরবো না,
গানের সুরে বলছি পলাশ, তোমার মত ঝরবো না ।

বালি দিয়ে তৈরি যে বাড়ি তার ছাদেতে উঠবো না, 
জলের মতো ঝরনা হয়ে গাছের উপর পড়বো না।

গরিব কৃষকের জমি নিয়ে কারখানা গড়বো না,
প্রেমের ভাষায় বলছি পলাশ তোমার জন্য কাঁদবো না।

দুঃখ অনেক বেশি, কষ্ট পেতেই পারি হারবো না,
জিততে হলে আরো কষ্ট সঠিক পথ ছাড়বো না।

টাকা দিয়ে কিনে আনা চাকরি আমি করবো না,
বুকের ভেতর রাখবো তোমায় কারোর কাছে বলব না ।
 
====================
 

অঞ্জনা দেব রায়
 ৫৫৩ পি মজূমদার রোড কলকাতা - ৭৮




 

No comments:

Post a Comment