কবিতা ।। বিষ্ণুপ্রিয়ার মতো ।। শ্রাবন্তী সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। বিষ্ণুপ্রিয়ার মতো ।। শ্রাবন্তী সামন্ত


 বিষ্ণুপ্রিয়ার মতো 

 শ্রাবন্তী সামন্ত



একটা জীবন যদি তোমাতে উৎসর্গ করতে না পারলাম, 
তবে কেমন করে তোমায় বসাই বলো- মনের ঘরে আসন পেতে!
আমার যা কিছু, সেতো তোমাতেই বিলীন হয়েছে কবেই!
হলুদ পাখির ঠোঁটে লেগে থাকা পুষ্পরেণু মিলনের দ্বারে...
-- তুমিই তো সাক্ষী হয়েছো বারংবার!
আমার আজানুকেশ, কস্তুরী মৃগ ঘ্রাণ!,
-- আমার বিরহ!, অভিমান!...
সেতো শুধু তোমাকেই ছুঁতে চায়!

আমি শকুন্তলা হতে চাইনি কখনো!
বিরহিনী, কলঙ্কিনী- রাধাও না! ,
জনম দুঃখিনী সীতাও না! ,
যদি বলো- মীরা?,
কৃষ্ণ প্রেমে পাগলিনী...
না! তাও না! ।
আমি শুধু বিষ্ণুপ্রিয়ার মতো তোমাকে ভালোবেসে, তোমার ধ্যানে-
তোমার পদযুগল বুকে জড়িয়ে ভালোবেসে যাব!
ভালোবেসে যাব- আজীবন তোমার এই অগোছালো- এলোমেলো- তুমিকে!
আমি বিষ্ণুপ্রিয়ার মতো ভালোবেসে যাব!
 
----------------
 

 
শ্রাবন্তী সামন্ত
ঠিকানা- তারকেশ্বর , হুগলী  
ফোন নম্বর - 6294984561



 

No comments:

Post a Comment