ছড়া ।। মনের উল্লাসে।। সুমি সাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

ছড়া ।। মনের উল্লাসে।। সুমি সাহা

মনের উল্লাসে

সুমি সাহা 


আজ গগনে বাজল মাদল
আকাশ ছুঁয়ে ছুটছে বাদল ।

এখান ওখান সবটা জুড়ে
বৃষ্টি ঝরে ঝরণা সুরে ।

ব্যাঙ ভায়েরা সেই খুশিতে
জল কাদাতে উঠছে মেতে ।

সুখের ছোয়া লাগছে মনে
প্রকৃতির এই আমন্ত্রণে ।

এমন সময় বন্ধ ঘরে
মন কখনও থাকতে পারে?
 
ইচ্ছে করে আপন হাতে
নৌকো গড়ে ভাষায় তাতে ।

স্রোত বিনা এই নিথর জলে
ভাসতে রবে আপন তালে ।
----------- 

 
নাম - সুমি সাহা
বাবার নাম - মেঘু সাহা
গ্রা+পো - দেবীগঞ্জ
থানা - চাঁচল , মালদা
পিন নং -- 732123

Email - monojsaha58@gmail.com



 

No comments:

Post a Comment