কবিতা ।। শূন্যাঙ্ক ।। শুভজিৎ দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। শূন্যাঙ্ক ।। শুভজিৎ দাস

।। শূন্যাঙ্ক ।।


 শব্দের চাদর বুকে নিয়ে থাকি,
 অবুঝ আবেগী কথার হুল 
 চেয়ে থাকা আর্ত চিৎকার
 অপ্রয়োজনীয় দেহাবশেষ সবই বাতিল 
 অন্যমনস্ক সৌধের দরবারে ;
  আমুদে পাখি জানে কী তাহার কথা !
  শূন্যের দ্বারে যে হাত বাড়ায় ;
  
 অযান্ত্রিক শরীরী আবেশ দাঁড়িয়ে থাকে 
 অতলান্তিক প্রহরের উপকূল পেরিয়ে 
 চাঁদমাখা উঠানে 
 শূন্য দেহাবশেষ দশমিকের ন্যায়ের ।।
                              
========================

Name- Subhajit Das/ শুভজিৎ দাস 
Address- 167, G.T Road, Sheoraphuli,Dist - Hooghly, Pin-712223,P.O.- Sheoraphuli, P.S- Srerampure  
State- West Bengal 
Phone no- 9330628589




 

No comments:

Post a Comment