কবিতা ।। প্রাচীর ।। সত্য মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, January 14, 2021

কবিতা ।। প্রাচীর ।। সত্য মোদক


দুরন্তপনা নেই!
নেই আবেগঘন অভিমান
এখন,
রাগ-অনুরাগ-অভিমান-চলন-
বলন-হাসি-কান্না 
সবিই কেমন যেন বিশ্বাসের পরিপন্থি৷
তোমার চোখ আমাকে নতজানু করে না৷
তোমার গড়া প্রাচীর 
আমার হারমানায়
এখন উদভ্রান্তের মত খুঁজি .......
 
---------- 

সত্য মোদক
হেলেঞ্চা,বাগদা,উত্তর২৪পরগনা
৮৯২৬৪১২৩৫৪




 

No comments:

Post a Comment