গুচ্ছ কবিতা ।। পার্থ সারথি চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

গুচ্ছ কবিতা ।। পার্থ সারথি চক্রবর্তী


 

কবিতা ও নদী, জঙ্গল, জীবন 

পার্থ সারথি চক্রবর্তী 


এক

কবিতা আমায় ব্যাকুল করে দেয় 
আজো তার উচ্ছলতায়, 
যেমন করে এক পাহাড়ি নদী।
তার প্রতিটি ঝংকার, নদীর বহমানতার মতো
সুর তোলে মনে, আলোর স্ফূরণ জাগায়
চোখে,  মনে আর মননে।
আমি শুধু জলের শব্দের মতো-
অক্ষরের মৃদু আওয়াজ শুনি প্রাণপণে 
কোন এক পাহাড়ের পাদদেশে 
যেখানে পাহাড়ি নদী নেমে আসে কবিতার বুকে।


দুই 

জঙ্গলের মধ্যে লুকানো কিছু ঘাঁটিতে
হাত ধরাধরি করে থাকে অন্ধকার ও ভয়।
অজানা ও না-জানা অনেক কথাই 
রহস্যের জটে জড়িয়ে থাকে-
কবিতার অভাবে, কবিতা শোনার আশায় 
কাটাতে থাকে বনবসী , বুভুক্ষু জীবন।
অন্ধকারের গাঢ়ত্ব ভেদ করে আসবে কোন ছবি
কবিতার রূপে, পথ দেখাবে;
কেটে যাবে সব ভয়, সব অন্ধকার,
কোন এক অপার্থিব রূপোলি আলোর রেখায়।


তিন

কবিতার জন্য জীবন, কবিতার জন্য বাঁচা 
অতটাও সহজ নয়, যতটা মনে হয়
শুধু আলোকিত অংশই দেখা যায়,
আর বাকিটা মানে বেশিরভাগই-
পেছনে, অগোচরেই থেকে যায়।
কবিতার জন্য বহুরাত জাগতে হয়
কবিতার জন্য বহুপথ হাঁটতে হয়
কবিতার জন্য অসামাজিক হতে হয়,
একা হয়ে যেতে হয়! একা থাকতে হয়!
কবিতার জন্য সহিষ্ণু হতে হয়!
 
======================
 



পার্থ সারথি চক্রবর্তী 
কোচবিহার 
 Mob- 9434169796







 

No comments:

Post a Comment