কবিতা ।। ভালোবাসার ভালোবাসায় ।। সুব্রত দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। ভালোবাসার ভালোবাসায় ।। সুব্রত দাস




ভালোবাসার ভালোবাসায়

    সুব্রত দাস

 ---------------------------
 
 
প্রস্তুত হয়ে ভালোবাসার চেয়ে
ভালোবাসতে বাসতে প্রস্তুত 
হওয়া ঢের ভালো।
 করোর যোগ্য হয়ে তবে তাকে 
ভালোবাসার চাইতে, 
তার ভালোবাসায় নিজেকে যোগ্য ক'রে
তোলা কম ভালোবাসা নয়।

মন থেকে মন, আর চোখে চোখ
যদি একই কথা বলে,
সেখানে ভালোবাসা আসে
ঝড়ের গতিতে। বাদবাকি সব তুচ্ছ
ভালোবাসার ভালোবাসায়।
 
--------------------------------
 
সুব্রত দাস, কেশবপল্লী, গরিফা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, মুঠোফোন-৯৩৩০৬২৭৪৩৯
হোয়াটসঅ্যাপ-৭৬৮৭৯৮৪১৪৪
              এবং-৯৩৩০৬২৭৪৩৯
ইমেইল- sd8069837@gmail.com




 

No comments:

Post a Comment