ছড়া ।। বায়না ।। মেহেদি হাসান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, January 14, 2021

ছড়া ।। বায়না ।। মেহেদি হাসান


বায়না

মেহেদি হাসান


খোকার মনে রঙ লেগেছে,দিদির বিয়ে হবে
মজার ছলে সবাই মিলে,মাংস পোলাও খাবে।
সারা বাড়ির সাড়া দেখে,খুশ্ ফুটেছে মনে
ঢোলের তালে নাচে খোকা,দিদির বিয়ে শুনে।
হলুদ গাঁয়ে দিদি যখন,চুপটি করে বসে
ওপাশ থেকে ফোঁকলা দাঁতে,ছোট্ট খোকা হাসে।
সানাই বাজে নাচে খোকা,খুশির আমোদ মনে
ঘরের ভেতর ইদ এসেছে,দিদির বিয়ে শুনে।

দিদির যখন বিদায় হলো,করলো খোকা কান্না
কে থামাবে খোকার কাঁদন,চোখের ভেতর বন্যা।
কাঁদছে বসে একলা খোকা,ভাত রুটি সে খায় না।
দিদির কাছে যাবে খোকা,করছে শুধু বায়না।



ঠিকানা-
জেলা: ব্রাহ্মণবাড়িয়া,উপজেলা-আশুগঞ্জ,গ্রাম-তারুয়া
পেশা: শিক্ষার্থী
মোবা: ০১৭২৪০৫৮৭০০




 

No comments:

Post a Comment