Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

মুক্তগদ্য ।। ভ্রু, ব্ল্যাকহোল ও দেবী ।। সোমনাথ বেনিয়া

কপালে যদি পড় লাল টিপ হাতে লাল নীল কাচের... - এক্সক্লুসিভ লেখা-শুনা |  Facebook

ভ্রু, ব্ল্যাকহোল ও দেবী 

 সোমনাথ বেনিয়া


দু-ভ্রুর মাঝের দূরত্ব আসলে একটি ছায়াপথ। চোখ বন্ধ করলে সেই ছায়াপথে অন্তর্দৃষ্টিতে ধরা পড়ে ব্ল্যাকহোল। ক্রোধ সংযম করতে না পারলে রক্ত অভিকর্ষ বলের বিরুদ্ধে গিয়ে ব্ল্যাকহোলের ভৌত পরিবর্তন ঘটিয়ে রূপ দেয় তৃতীয় নয়নের। তখন আগুন, তখন দাবানল, তখন ছারখার, তখন পোড়া মাংসের গন্ধ ব্রহ্মাণ্ডের ইথারজুড়ে। কে তখন এগিয়ে এসে বলবে, "হে দেবী প্রসন্ন হ‌ও!" ওই লাল টিপ আমার স্বপ্নেও আরাধ্য চিহ্ন। নৈবেদ্যে কিছু না দিতে পারলেও রিপু দমনের প্রতিশ্রুতি বারবার দিতে পারি, হয়তো রক্ষা করতে পারি না। এখানে কে কী পারে, সেটা এখনও অজানা। যে জানে সে চুপ আর যে প্রচুর বলছে সে ভাঁড়ে মা ভবানী৷ "A little learn is a dangerous thing." এই আপ্তবাক্য সবাই কপালে শিরোনাম করে পথ চলছে। মাটিকে ভালোবেসে যারা খালি পায়ে হাঁটেন তাদেরকে জোনাকি ছেড়ে খুঁজতে হবে। অন্যদিকে ডগমগ করে হাঁটছে যে তার গোড়ালিতে বোরোলিন ফি বছর কাঁদে। সেই ছায়াপথে যত অ্যাসট্রয়েড দেখতে পাওয়া যায় তা সবই কবিতা পাঠের মঞ্চ। খ্যাতিপিপাসু কবি কবিতা পাঠ করে হাওয়ায় উড়ে বেড়ায়। ঝোলায় তার ব্যর্থতার শংসাপত্র। একজন জীবনে এতগুলো ডেথ সার্টিফিকেট পেতে পারে এবং সেগুলো অতিযত্নে রাখার জন্য ঘরে আলাদা ক্যাবিনেট তৈরি করতে পারে, তার আশ্চর্য তুমি দেখে যাও দেবী। অভয়মুদ্রা নিয়ে এসে দাঁড়ালে দেখবে চড়া মেক আপের হাসি। মাথায় তুললে পাবেন ইনবক্সে হরলিক্স খাওয়ার গল্প। জেন U থেকে জেন X পর্যন্ত পৌঁছে যাওয়া। মুরগির চোখের সামনে একটি লম্বা দাগ টেনে দিলে সে যেভাবে সম্মোহিত হয়ে পড়ে, সেভাবেই আদর ছুড়ে দেয় voice কলে। এদিকে ভ্রুতে কাটা দাগ মানে আসামী। সিনেমার ভিলেন। নায়িকার থেকে-থেকে চমকে ওঠা। অদৃশ্য শীৎকার। সেই ভ্রু আবার প্লাক করতে লাইন পড়ে বিউটি পার্লারে। হাওয়ায় পর্দা সরলে বডি ম্যাসাজের বিজ্ঞাপন বাস্তবে দেখতে পাওয়া যায়। এভাবেই চলছে। "What you seek is seeking you." তারপরেও উদাস থেকে ভ্রু কুঁচকে আড়চোখে একঝলক দেখে নেওয়া পারিপার্শ্বিক আবহাওয়া। "Raise your words, not voice. It is rain that grows flower, not thunder." কৃপা বলে চোখে জল এলে চিবুক বেয়ে টপ টপ করে পড়বে নিজের পায়ে। নিজেকে নিজেই পুজো করার এর থেকে মহৎ উপায় আর আছে কি? মঁসিয়ে এবং মাদমোয়াজেল আমরা সাধারণ মানুষ। ‌লিলিপুট! ঝুলনযাত্রায় সঙ সেজে থাকি। রাধাকৃষ্ণ ঝুলছে, আমরা তখন কৃত্রিম বালির পার্কে মডেল হয়ে দাঁড়িয়ে আছি। কে হাসে? তা সে যতই হাসুক না কেন, যৌনতার সময় বত্রিশ পাটি তো আর হাসির জন্য বের হয় না। তাহলে কামড়! কোথায়? ভ্রু নেচে ওঠে অপত্যস্নেহের কামনায়। শিশুকে বাসযোগ্য পৃথিবী উপহারস্বরূপ দিতে হবে। সেই কারণে সমস্ত ভ্রু ঝরে গেলে আইলাইনার দিয়ে না হয় ভ্রু আঁকতে হবে। তুমিও দেখো, আমিও দেখি চোখাচোখি। তবে এ তলা ছাদনাতলা নয়। এ তলা দেবীর পায়ের তলা যা অলরেডি অকুপায়েড ...

===================
 
Somnath Benia
148, Sarada Pally By Lane
(Near Sarada Bhavan)
P.O. + P.S. - Nimta
Dist. - North 24 - Parganas
Kolkata - 700 049.
Mob. 8697668875 (Call & Whatsapp)

 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল