কবিতা ।। আমার বাড়ির ঠিকানা ।।বুবাই দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, January 14, 2021

কবিতা ।। আমার বাড়ির ঠিকানা ।।বুবাই দাস



আমার বাড়ির ঠিকানা 

 বুবাই দাস 


আমার বাড়ির ঠিকানা শুনলে আজব লাগতে পারে,
যদি কেউ আসতে চাও,এসো গঙ্গার ধারে।
গঙ্গাস্নান করবে বলে সকলে আসো গাড়ি চড়ে,
আমার দিন শুরু হয় নিত্য গঙ্গাস্নান করে।
দারুণ জায়গায় বাড়ি তাই না?
 
তোমরা যাও খরচ করে, তীর্থে নানা স্থানে স্থানে,
আমার বাড়ি কাছেই,বাড়ি আমার তীর্থস্থানে।
সকলে তোমরা বহুদিন পর পর তীর্থ করতে আসো,
মোর নিত্য তীর্থ আনাগোনা,আমার বাড়িতে এসো।
দারুণ জায়গায় বাড়ি তাই না?
 
বাড়ি আমার কাছেই,সকলেই আসো,আগে বা পরে,
আমার বাড়ি হলো,নদীর ধারে শ্মশানপুরে।
তোমরা আসো গাড়ি চড়ে সমাধি বা যাও পুরে,
আমার তো বাড়ি এখানেই,আগেই মরবো জায়গা ধরে।
দারুণ জায়গায় বাড়ি তাই না? 
 
অ্যাম্বুলেন্সে ছটপট করে আসো তোমারা দেহ সারাতে,
আমার বাড়ি খুব কাছেই হসপিটাল পাড়াতে।
একটু দেরি হলেই,একদম যাবে চলেই, ঘটবে অঘটন, 
আমার হয়না দেরি,আগেই এসে পড়ি,যখন তখন।
দারুণ জায়গায় বাড়ি তাই না? 
-------------- 
name-Bubai Das
Vill-kuldip mishra colony
P.o-jhaljhalia
P.s-englishbazar
Dist-malda
Pin-732102
Call+whatsapp-7557822037




 

No comments:

Post a Comment