স্বাগত 2021
সময়ের কাঁটা আজো চলতেই থাকে
অতি পুরাতন সেই ছন্দে
নতুন বছরে বেঁধে বেঁধে থাকি
ঝেড়ে ফেলি দ্বিধা দ্বন্দ্বে
নিশি অবসানে বিশ চলে যায়
আশা আসে নববর্ষে
মুখোশের মাঝে যেন মুখ খুঁজে পায়
চির নতুনের স্পর্শে
============
সুকুমার কর
01/01/ 2021
No comments:
Post a Comment