কবিতা ।। স্বাগত 2021 ।। সুকুমার কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, January 14, 2021

কবিতা ।। স্বাগত 2021 ।। সুকুমার কর

স্বাগত 2021


সময়ের কাঁটা আজো চলতেই থাকে 
অতি পুরাতন সেই ছন্দে 
নতুন বছরে বেঁধে বেঁধে থাকি 
ঝেড়ে ফেলি দ্বিধা দ্বন্দ্বে 

নিশি অবসানে বিশ চলে যায় 
আশা  আসে নববর্ষে 
মুখোশের মাঝে যেন মুখ খুঁজে পায়  
চির নতুনের স্পর্শে 
 
============

  সুকুমার কর 
  01/01/ 2021 



 

No comments:

Post a Comment