কবিতা ।। বিবেকানন্দ ।। সুমন নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। বিবেকানন্দ ।। সুমন নস্কর

Bengali Essays: বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ - বাংলা রচনা | Bengali  Essay on Swami Vivekananda | Bangla Paragraph Writing for Class III - VI

 

বিবেকানন্দ

 সুমন নস্কর


দেশ ও বিদেশে ভক্তি মার্গে স্নেহ প্রেম প্রীতি দিলে,
বিবেক কিরণে হয়েছে মহান সকলের সাথে মিলে।
মুচি ও মেথর অজ্ঞ মূর্খ তোমার পরশে সবে,
যারা ছিল মূক ভয়ে জড়সড় জেগেছিল কলরবে।

নতুন ভারত জেগেছে সেদিন চাষার লাঙল ফুঁড়ে,
পরাধীনতার শিকল ভাঙতে দাঁড়ালো সবাই ঘুরে।
তরুণ যুবক তোমার বাণীতে উঠেছিল সবে জেগে,
কত শিষ্যের হল আগমন তোমার পরশ মেগে।

সনাতনগামি নিবেদিতা এলো আধ্যাত্মের পথে,
বিশ্বকে তাক লাগিয়েছো তুমি তোমার আদর্শ মতে।
বিবেকের গুণে বিবেকানন্দ একদা ছোট্টো বিলে,
উচ্চ নিচের ভেদাভেদ বাধা তুমিই ঘুঁচিয়ে দিলে।
 
------------ 

সুমন নস্কর ।। বনসুন্দরিয়া ।। দক্ষিণ চব্বিশ পরগনা



 

No comments:

Post a Comment