কবিতা ।। জীবনের তাৎপর্য ।। সুধাংশুরঞ্জন সাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। জীবনের তাৎপর্য ।। সুধাংশুরঞ্জন সাহা



জীবনের তাৎপর্য

সুধাংশুরঞ্জন সাহা


একদিন আমার দুচোখে স্বপ্ন আঁকা ছিল,
তবু, একটা সমুদ্র গর্জে গেল আমার পিছনে।
রাত বাড়ে একটু একটু করে,
নিরুপদ্রব রাত্রি দেয় দাবার চাল।
ভাড়াটে খুনিরা শহর তোলপাড় করে নির্বিঘ্নে ।
মুখোশ পরা মুখেরা একে অপরের মুখ দেখে,
খোঁজে প্রতিদ্বন্দ্বী ।
খোঁজে কে রাজা, কারা লুঠেরা !
একটা ভয়ানক বিন্যাস 
জীবনের তাৎপর্যময়তার ব্যাখ্যা খোঁজে ।
 
+++++++++++++++++++++++++++
 
 
 
 
@ সুধাংশুরঞ্জন সাহা
৫৭/৬এ/২ সন্তোষ রায় রোড
শিবম অ্যাপার্টমেন্টস
কলকাতা - ৭০০০০৮
কথা : ৯৮৭৫৪২০৭৩৮


 

No comments:

Post a Comment