কবিতা ।। বিষবৃক্ষের ছায়াতলে ।। মোহাম্মদ শহীদুল্লাহ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। বিষবৃক্ষের ছায়াতলে ।। মোহাম্মদ শহীদুল্লাহ


 
 
 
বসে থাকা রাখালের বাঁশি কাঁপে  
সুরের পক্ষাঘাত যেন
 ওপারে পালকহীন উলঙ্গ দুপুর। 

অবজ্ঞা নিয়ে আক্ষেপের ঝগড়ায়
শালিখেরা কনফারেন্স করে নিরলস।

হা-হুতাশের সনদ নিয়ে
বেঁচে থাকে শেয়ালকাঁটার সুখ। 

ড্রায়ারে সেদ্ধ চালের ভাঁপ নিতে নিতে 
পিচুটি পড়া  পাংশু চোখের যুবকটার সামনে ---
স্থলনের সেঞ্চুরি, 

থাকে কড়া রোদ 
গলছিল মোমের অকৃপণ  কষ্টগুলো  ----

লাইনের শেষ মাথা অব্দি পৌছুতে অনেক দেরি। 

ভুলে ভরা প্রেসক্রিপশন নিয়ে হাঁটতেই থাকি,
ভুলে যাচ্ছি নিজের চেহারাটা--
নদীর ওপর পদযাত্রায় কোমল পায়ের মিছিল।



 

No comments:

Post a Comment