কবিতা ।। চুক্তিপত্র।। সুনন্দ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। চুক্তিপত্র।। সুনন্দ মন্ডল


   চুক্তিপত্র

            সুনন্দ মন্ডল


শুধু সময়ের কাঁটা বড়ই ছোট হয়ে গেছে!

দিন শেষ, শেষ রাত
নেমে আসা ক্ষণের অলিখিত জলপ্রপাত।

চুক্তিপত্র তৈরি
নেমে আসুক বসন্তের কোকিল
সুরে সুরে ভরে উঠুক 
দুয়ার, উঠোনময় পেয়ারার গাছ।

হিম শীতল, কুয়াশা শরীর
ছায়াঘেরা দিনে
পৌষ-মাঘের সন্ধিবদ্ধ জীবন
আটকে থাকা কাঁটাতারের বেড়ায়।

চলে এসো, শীত মেখে সুবাসে
ছন্নছাড়া গোধূলির বাতাসে!

সময়ের কাঁটা সত্যিই ছোট হয়ে গেছে।
           -----------$----------
 
 
কাঠিয়া, পাইকর,বীরভূম
8637064029



 

No comments:

Post a Comment