কবিতা ।। ভূমিখণ্ড ।। অরিন্দম চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। ভূমিখণ্ড ।। অরিন্দম চট্টোপাধ্যায়

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে আসামে বিক্ষোভ - BBC News বাংলা

 

ভূমিখণ্ড

অরিন্দম চট্টোপাধ্যায়

 
 একটা ভূমি খণ্ডের ওপর এত আবেগ থাকতে পারে
তা ভূমিখণ্ড ভাগ না হলে বোঝা যেত না
একটা প্রজন্ম  শামুকের খোলের ভেতর রেখে ছিল অন্তদহন
পরের প্রজন্মের  বুকের ভেতর ও ভাঙা  পাতার শব্দ
সব কিছুই ঘটে চলেছে উচ্চারণ হীন, নিঃশব্দে, 
তাদের উদাস দৃষ্টি এখন ও ছুঁয়ে যেতে চায়
ফেলে রাখা নীল মেঘ রাশির ভেতর....
উড়তে চায় এক অনন্তে থেকে অন্য অনন্তে
যে নদীজল ছেড়ে এসেছিল তাদের ভেতর
থেকে ঝরে পড়ে যাবতীয় অভিমান
অথচ ঐ নদীতেই ছিল এক ভরাট সংসার
যে প্রান্তর, বাগান,  তুলসীতলামোড়া উঠোন, ঠাকুরদালান
সব ফেলে এক অন্যপ্রান্তের খোঁজে যেতে হয়েছিল
তার জন্য এখন ও হৃদয় থেকে নেমে আসে অরণ্যসন্ধ্যা
একটা নিপের ডগায় কয়েকটা জ্যামিতিক
নক্সায় বদল ঘটে গেছিল একটা ভূমিখণ্ডের
আর মানুষেরা প্রজন্ম জুড়ে শোনে ঝরা পালকের গান
বুকের ভেতর নির্বাসনের আর  উপনিবেশের গল্প

# একটা ভূমিখণ্ডের ওপর এত আবেগ ছিল....
 
-------------

@ অরিন্দম চট্টোপাধ্যায়,  বেহালা, কলকাতা ৬০, মো ৯৪৩৩১৩৪৭৬১



 

No comments:

Post a Comment