কবিতা।। পোষ্য।। প্রসাদ সিং - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা।। পোষ্য।। প্রসাদ সিং

পোষ্য

প্রসাদ সিং

১.
আমার পোষা কুকুরটারও একটা জীবন আছে
তাকে সময়ে ডেকে দিই
সে খেয়ে বেরিয়ে যায়
২.
তাকে বেছে নিতে বলি না প্রভুত্ব ও প্রেমের মধ্যে
সে বেড়ে উঠুক আর্দশ কুকুরের মতো
আমার শুধু আর্দশ মানুষ হওয়া বাকি 

---------- 


                        ~/~
Name - Prasad Sing
Village - Maraikhunti
PO - Chandri
PIN - 721503
PS + DIST - Jhargram
Mobile / WhatsApp - 7365990307
                  




 

No comments:

Post a Comment