কবিতা ।। সবুজ আলো ।। মিনতি গোস্বামী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। সবুজ আলো ।। মিনতি গোস্বামী








সবুজ আলোর খোঁজে ক্লান্ত চোখ
সেই তো হয়েছে এখন ডাকহরকরা
আলোর পথে অভিমান, খুনসুটি
নিয়ন আলোতেই মাখি সোহাগ।

পুরোনো চিঠির মত ঘ্রাণ নিই
খুঁজে ফিরি আকাঙক্ষার লাইন
পড়ে দেখি চায়ের কাপে তুফান তুলতে
কবে জারি হয়েছিল একুশে আইন।

মোবাইলে সবুজ আলো না  দেখলে
ভিজে যায় বালিশ,ভুলি মুখস্থ পড়া
যেন অপেক্ষায় আজ ও বসে
আনবে নতুন খবর ডাকহরকরা।

---------- 


মিনতি গোস্বামী
বোরহাট কালীতলা বর্ধমান
পোস্ট -নূতনগঞ্জ
জেলা-পূর্ব বর্ধমান
মোবাইল নাম্বার 8967934204




 

No comments:

Post a Comment