Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

প্রবন্ধ ।। নারীরাও কি নিরাপদ, নারীদের কাছে ।। পুষ্পেন্দু রাউত

SOS mobile app launched for women safety - The Economic Times

 

নারীরাও কি নিরাপদ, নারীদের কাছে

পুষ্পেন্দু রাউত 

 


আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি । আমাদের দেশে তথাকথিত সর্বক্ষেত্রে, সে খাতায় কলমে হোক বা সমাজের কোন আঙ্গিকে, আমরা যেদিকেই দেখি তাকাই না কেন সর্বত্রই পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য বিরাজমান । আমাদের বর্তমান সমাজে মানুষ এত নিষ্ঠুর বর্বর হয়ে উঠেছে যে জন্তু-জানোয়ারের থেকে মানুষকেই মানুষ এখন সবচেয়ে বেশি ভয় পায় । আর নারীরা তাদেরতো পথে বের হতে ভয়, সমাজে প্রতিনিয়ত যা ঘটে চলেছে তাতে নারীরা ভয় ও স্বাচ্ছন্দ্যে কোথাও যেতে পারে না, স্বাধীনভাবে কাজ করতে পারে না, রাত্রে অফিসের কাজ সেরে ফিরতে বুক দুরু দুরু করে, তার সঙ্গে মেয়ের বাড়ির লোকজনের মনে ভয় দুশ্চিন্তার ইত্যাদি। কারণটা কি? না কারণটা হচ্ছে ধর্ষণ,শ্রীলতাহানি, কটুক্তি, অ্যাসিড অ্যাটাক ইত্যাদি। বলতে পারেন প্রায় সব সময় মনের ভেতর একটা দুশ্চিন্তা চলে কখন কি হয়ে যায় কিন্তু সত্যি কি মেয়েদের দুশ্চিন্তার কারণ সব সময় শরীরলোভী,বজ্জাত,খারাপ লোক গুলোই হয় ? না। মেয়েরাও মেয়েদের কাছে বেশিরভাগ সময় আতঙ্কের কারণ হয়ে থাকে । বর্তমান সমাজে এখন জোর গলায় বলা যায় মেয়েরা কি ভীষণভাবে মানসিকভাবে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে। প্রতিনিয়ত তারা নিজের ভেতরে শেষ হয়ে যাচ্ছে, আসলে মরেও বেঁচে থাকা যাকে বলে সেটাই । বেঁচে থাকাটা কি জন্য? না সমাজের জন্য,লোকে কি বলবে, ছোট ছোট ছেলেমেয়েগুলোর কি হবে। কত মেয়ে প্রতিনিয়ত আত্মহত্যার কথা ভেবেও, সেই ভুল করা থেকে ফিরে আসে কারন সমাজের প্রতি, বাড়ির প্রতি, নিজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে বলে। শিক্ষাক্ষেত্রেও আমরা দেখেছি সহজে একটা মেয়ে আরেকটা মেয়েকে পড়ার নোটস দিয়ে সাহায্য করে না ।বাসেও সহজে একটা মেয়ে অন্য একজন অসহায় বৃদ্ধা বা বাচ্চা কোলে মাকে সিট ছেড়ে দেয় না। সমাজের এক অলিখিত বানী আছে যে ,"মেয়েরা মেয়েদেরকে সহ্য করতে পারে না"। এগুলো তো গেল ছোট ঘটনা কিন্তু বর্তমান পুরুষতান্ত্রিক সমাজে নারীরা নারীদের কাছে যেভাবে অত্যাচারিত হচ্ছে তার কথা তারা কাকে শোনাবে? হ্যাঁ মেয়েদের পুরুষ ভীতি যদি 40% হয় তাহলে সমাজে একজন নারীর প্রতি নারীর যে আচরণ ব্যবহার মানসিকতা সেটাকে অনায়াসে 60%দেওয়া যেতেই পারে।এই দুর্ব্যবহার গুলো তারা পায় ননদ,শাশুড়ি ,সমাজের কাকিমা টাইপ( যাদের কাজ হলো সবার হাঁড়ির খবর রাখা কিছু মহিলা) ও সর্বশেষে কয়জন হতভাগ্য মেয়ে তার নিজের মায়ের কাছ থেকে এই রকম ব্যবহার পায়। কিছু মেয়ের কাছে হয়তো মায়েরা বেস্ট ফ্রেন্ড হয় কিন্তু একটু চোখ কান খোলা রাখলে দেখা যাবে কত মেয়ে তার মায়ের কাছে অত্যাচারিত হয় এই কারণে, কারণ সে মেয়ে হয়ে জন্মেছে এটাই অপরাধ ।শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি জন্মের পর থেকে একটা ছেলে একটা মেয়েকে লালন-পালনের ধরন দেখলে সেটা পরিষ্কার হয়ে যায় ।আসলে এ ধরনের মায়েরা, শাশুড়িরা, পাড়ার কাকিমা এদের কাছে " মেয়ে" হচ্ছে একটা অবহেলিত, শোষিত, পীড়িত কিছু একটা। যার হয়তো শুধু প্রাণটা আছে আর কিছুই নেই । এনারা ভুলে যান যে তারা নিজেও একজন মেয়ে। মেয়েদের এই মেয়ে ভীতি নিয়ে ,ঘরের কোণে মুখ বুজে বেঁচে আছে কত মেয়ে। বাঁচতে হবে তাই বেঁচে আছে। শুধু মেয়ে হয়ে জন্মানোর জন্য অনেকে মায়ের ভালোবাসা পায় না ।সেখানে শাশুড়ি বা ননদের কাছ থেকে এসব আশা করা সে তো বৃথা। সমাজে মেয়েদের এই কষ্ট দুর্দশা শুনবে কে? কোথাও কি আছে কোন মহিলা কমিশন, কোথাও কি আছে কোন সংস্থা, যারা একজন মায়ের তার মেয়ের প্রতি রোজকার মানসিক অত্যাচারের সমাধান করতে পারবে? হয়তো আছে, তবে তারা হয়তো ওই রকম অত্যাচারী বা নিজেই একজন অত্যাচারিত।।
---------------------



নাম- পুষ্পেন্দু রাউত

ঠিকানা-গ্রাম মহাপাল, পোস্ট পেটবিন্ধি, জেলা পশ্চিম মেদিনীপুর, পিন 72 15 17
মো : 8274919915/7586088586
Mail- puspendu.vu1993@gmail.com

 



 

=========================================================

Better  Some Tabs. For You

1. 



Samsung Galaxy Tab A 10.1 (10.1 inch, RAM 2GB, ROM 32GB, Wi-Fi-Only), Black

Deal Price: Rs. 12,499.00

Extra 10%  direct off  on SBI Card (20-23 Jan, 2021)

For Details CLICK HERE

2. 


Lenovo Tab M10 HD Tablet (10.1 inch, 2GB, 32GB, Wi-Fi Only) Slate Black

Deal Price: Rs. 9,990.00

Extra 10%  direct off  on SBI Card (20-23 Jan, 2021)

For Details CLICK HERE

3. 

Samsung Galaxy Tab A7 (10.4 inch, RAM 3 GB, ROM 32 GB, Wi-Fi-only), Grey

Deal Price: Rs. 16,999.00

Extra 10%  direct off  on SBI Card (20-23 Jan, 2021)

For Details CLICK HERE

=======================

Click Here To Find More Tabs.

========================

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩