কবিতা ।। টাকা ।। মেহেদি হাসান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। টাকা ।। মেহেদি হাসান


টাকা

মেহেদি হাসান


আজকাল টাকা দিয়ে সবকিছু কেনা যায়
যার যত টাকা আছে সেই যায় ক্ষমতায়।
নীতিকথা মুখে মুখে, টাকা দিয়ে হয় সব
শুনে দেখো চারিদিকে, টাকা টাকা কলরব।
টাকা পেলে সকলের, মুখে হাসি ফুটে যায়
যার যত টাকা আছে, সেই যায় ক্ষমতায়।

টাকা হলে রাশি রাশি, সেমিনারে আসে ডাক
হাত ধরে যায় নিয়ে, পথ-ঘাঁট করে ফাঁক।
মিছে কথা হাছা হয়, টাকা যেন পারে সব
শুনে দেখো চারিদিকে, টাকা টাকা কলরব। 
অপরাধী সাজা পেয়ে, টাকা দিয়ে ছুটে যায়
যার যত টাকা আছে, সেই যায় ক্ষমতায়। 

যুবকের ঘুম নেই,টাকা পাবে কোথা হায়!
মুছে গেছে সব সুখ, রাত কাটে নিদ্রায়।
টাকা যেন কিনে নিলো, পৃথিবীর সুখ সব
চারিদিকে শুনে দেখো, টাকা টাকা কলরব।

মানুষের চেয়ে আজ, বড়ো হলো টাকা ভাই
টাকা আছে যার বেশি, সেই যায় ক্ষমতায়। 
 
             ------------------  
 
 
 

মেহেদি হাসান
জেলা-ব্রাহ্মণবাড়িয়া,উপজেলা-আশুগঞ্জ, গ্রাম-তারুয়া
পেশা: শিক্ষার্থী
মোবা: ০১৭২৪০৫৮৭০০




 

No comments:

Post a Comment