ছড়া ।। শীতে।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

ছড়া ।। শীতে।। রঞ্জন কুমার মণ্ডল


    শীতে

রঞ্জন কুমার মণ্ডল


পৌষ মাসে শীত যে হাসে 
       সঙ্গে খেজুরগুড় পাটালি
রবি'র ছটা সরসে ফুলে
     নৃত্যে ভ্রমর দেয় হাততালি।

পিঠে-পার্বণ চনমনে মন
    শীত মাখা রোজ ঠান্ডা ভুলে
শিশির হাসে ঘাসে ঘাসে
    দোদুল দোলা,শীতের ফুলে।

পালং, নটে,কড়াই শাক
       ফুল কপি,ওল, ব্রোকলি
বরবটি,শিম,কড়াইশুটি
    পিঁয়াজকালি দেয় হাততালি।

পৌষ উৎসব,বেশ কলরব
       মুগ সামালি,আসকে পিঠে
গোকুল পিঠে,ভাজা পুলি
          রসবড়াতেই, হাসি মিঠে।

শীত নবান্ন, গৃহী ধন্য
        শীতের খন্দ, ভরতি মাঠে
সবজি সবুজ, হেসেই অবুঝ
           উপচে পড়ে গঞ্জে হাটে।

মকর সংক্রান্তি  আনে শান্তি
             সাগরতীর্থ কপিলমুনি
চরণ ছুঁয়ে পূণ্য স্নান
          ধন্য যে হয় জীবনখানি।
               ---------------
 
 
 
ঠিকানা:
রঞ্জন কুমার মণ্ডল
সারাঙ্গাবাদ,মহেশতলা
দক্ষিণ ২৪ পরগণা
কলকাতা- ৭০০১৩৭
দুরালাপ: 8240249978
---------------------------------





 

No comments:

Post a Comment