কবিতা ।। বীর বিপ্লবী সুভাষ।। রবিউল ইসলাম মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, January 14, 2021

কবিতা ।। বীর বিপ্লবী সুভাষ।। রবিউল ইসলাম মন্ডল

নেতাজি ছিলেন শক্তিরই প্রতিভূ


বীর বিপ্লবী সুভাষ

রবিউল ইসলাম মন্ডল

উজ্বল নক্ষত্র তুমি দশের মধ‍্যে সেরা
তোমার মহিমা অন্তহীন যাবে নাকো ধরা।  
নত মস্তিস্ক হওনি কখনো কারো কাছে
জহিরুদ্দিন সেজেছো তুমি ধরা পড়ে যাও পাছে।  

দেশকে স্বাধীন করার তরেতে গিয়েছ জাপান, সিঙ্গাপুর
রক্ত চেয়েছো হিন্দু মুসলিমের করোনি কাউকে দূর। 
শিখিয়েছ দেশ ভক্তি মায়ের প্রতি টান
পৃথিবী ব‍্যাপী আন্দোলনে বাড়িয়েছ সম্মান। 

ধর্মের ঊদ্ধে উঠে তুমি হলে মহান বীর
বিপদকালে ঠান্ডা মাথায় ভাবতে শিখিয়েছ ধীর। 
চাওনি নেতৃত্ব , বড়ো সম্মান তবু পেয়েছ সব
আজো শুনি মোরা দিবানিশিতে তোমার মোহিনী রব। 

অবাক করলে সবাইকে 'আজাদ হিন্দ ' গঠন করি
শেখালে মোদের শত্রুর কাছে কখনো না যেন ডরি। 
তুমিই মোদের সবার সেরা নেতার সেরা নেতা
ভূলিব না কভূ দেশবাসীগণ তোমার দানের কথা। 

------------------- 












 

No comments:

Post a Comment