কবিতা ।। নেই হাসি ।। ফাল্গুনী মুখোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, January 14, 2021

কবিতা ।। নেই হাসি ।। ফাল্গুনী মুখোপাধ্যায়



 
 
 
জীবনে যেনো নেই কোনো হাসি,
তাহলে কি আছে?
আছে কেবল দুঃখ রাশি রাশি।
এই দুঃখ এর না আছে কোনো শুরু,
আর না আছে কোনো শেষ,
জীবনে যে দুঃখ আছে এটার 
 উপলব্ধি করি বেশ।
ব্যাপারটা কি দারুন তাই না?
মনে প্রশ্ন জাগে জানেন...
এই দুঃখ নামক জিনিসটির হবে তো কোনো দিন শেষ???
 
================

 ফাল্গুনী মুখোপাধ্যায়
 195,SC Chatterjee street konnagar Hooghly pin 712235.






 

No comments:

Post a Comment