তাহলে কি আছে?
আছে কেবল দুঃখ রাশি রাশি।
এই দুঃখ এর না আছে কোনো শুরু,
আর না আছে কোনো শেষ,
জীবনে যে দুঃখ আছে এটার
উপলব্ধি করি বেশ।
ব্যাপারটা কি দারুন তাই না?
মনে প্রশ্ন জাগে জানেন...
এই দুঃখ নামক জিনিসটির হবে তো কোনো দিন শেষ???
================
ফাল্গুনী মুখোপাধ্যায়
195,SC Chatterjee street konnagar Hooghly pin 712235.
No comments:
Post a Comment