কবিতা ।। প্রাণের পুরুষ।। প্রদীপ কুমার সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। প্রাণের পুরুষ।। প্রদীপ কুমার সামন্ত


প্রাণের পুরুষ                

 প্রদীপ কুমার সামন্ত


প্রাণের পুরুষ রামকৃষ্ণ
         ভক্তি শ্রদ্ধায় ভরা
আধ্যাতিকতায় জীবন ভরা
          সহজ সরল মিঠিকড়া  ।

প্রাণের পুরুষ, গানের পুরুষ
         হৃদমাঝারে দেয় দেয় যে উঁকি
রবির আলোয় সাহিত্যবোধ
          সঙ্গী করে হই যে সুখি ।

বিবেক বাণী হৃদয় ভরে
        স্বামীজির কথা স্মরণ করি
নবচেতনা, সংস্কারের কথা
         আজীবন আমরা বক্ষে ধরি ।

নারীর পুরুষ পতিদেবতা
         ভক্তি শ্রদ্ধার আসন পাতা
শয়নে স্বপনে  শাসনে বারনে
           তাদের গল্পে হৃদয় গাঁথা ।

উদার পুরুষ , মহান পুরুষ
       মানব হৃদে যুগ যুগ জিও
তাদের স্নেহ ভক্তি শ্রদ্ধা
       সবার হৃদয় ভরিয়ে দিও ।
=====================
 
 

 
প্রেরক- প্রদীপ কুমার সামন্ত / সম্পাদক- দীপশিখা / উমেদ পুর , পোষ্ট - চাউলখোলা, দঃ ২৪ পরগণা,    কথা- 9830908258



 

No comments:

Post a Comment