কবিতা ।। দ্বীপভূমি ।। সৌরভ পুরকাইত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। দ্বীপভূমি ।। সৌরভ পুরকাইত

     

 দ্বীপভূমি

 সৌরভ পুরকাইত

 

বিষণ্ণ বাতাস আজ জলকণা হারা
দূরের মাঠের ধারে মাছরাঙা ডাকে
আমি যেন তুমিহারা
গতিহীন নদী
সাঁকোর পাঁজর জুড়ে
নীরবতা থাকে।

কখনো ছিলাম আমি
এই পথ ধরে
হেঁটে গেছি
বলে গেছি কথা
জীবন ঢেলার মতো
যারা বলেছিল
তারা কি পায় নি শাঁস, শস্য দানাকণা।
ক্লান্ত, জীর্ণ পায়ে
 
  তবু হাঁটি আমি
 মনে মনে
হাঁটি পথ ধরে
আমার অচেনা  চাঁদে
যারা বসে আছে
জয়ী তারা জানি অকপটে।

আমি তো মাপি না জল
কত হাত হল
কত গেল সময়ের তাপে
এখনো শিশির পড়ে এই পৃথিবীতে
হাওয়া দিলে ফুলগুলো কাঁপে।।
 
==============

সৌরভ পুরকাইত
আঙ্গারু,ধনিয়াখালি,হুগলি
9564873418

 

No comments:

Post a Comment