কবিতা।। জানি না কি হবে।। তৃণা মুখার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, January 14, 2021

কবিতা।। জানি না কি হবে।। তৃণা মুখার্জী



জানি না কি হবে

তৃণা মুখার্জী

 

জীবনটা আসলে কি সেটা মাঝে মাঝে বুঝতে পারি না।
 কোনটা সত্যি ? আর কোনটা মিথ্যা ?
আমি নাকি বড় হয়ে গেছি !
 একা একা 
অনেক বড় ।
অনেক আলাদা ।
অনেক পরিপূর্ণ।
 অনেক খাপছাড়া ও হিজিবিজির মত ।
জানি না চোখের জল কেন এত সস্তা পাতি আমার জীবনে।
আমার জীবনে-মরনে কিংবা স্বপ্নে তো আমিই নায়িকা বা প্রধান,
 তাহলে আমার ভালোটাকে আমার ভালো দিয়ে কেন বাঁধতে পারছি না ?
 
 সব মিথ্যে হয়ে যাচ্ছে।
 সবাই দেখছে, শুনছে, খুশি হচ্ছে আমার জন্য। আর আমি কি?.......
আমি কি ?....বললাম তাই এক পলকে রেখে দিল একবার দেখল না ,এরপর আমি টা কি করবো। 
এত কিছু দেখে শুনে আনন্দ হয়।
কিন্তু হায় !!.....
 বারবার হাতে নিয়ে নাড়াচাড়া করি স্মৃতিগুলো।
 কই ? কেউ তো নেই ,সেই ভিড়ে।
দেখলাম একা দাঁড়িয়ে সেই পাতি জলটা টপটপ করে মাটিতে পড়ছে।
 মনের তীব্র বিদ্রোহ কান্না হয়ে বেরোচ্ছে ।
অনেক ধন্যবাদ মন, সত্যিই তুই মহান।
এত আনন্দের স্বর শুনেও কান্নাটাকে থামাতে পাচ্ছিস না।
ভালো আছে, ভালো থাক।
জানি আরো কষ্ট হবে।
কখনো অপেক্ষা করে কষ্ট পেয়েছি,আবার কখনো না করে।
 ঠিক......জানিনা কি হবে।
 
=========
 

 
তৃণা মুখার্জী
গ্ৰাম গনপুর,পূর্ব বর্ধমান
ফোন ৭০০১৪৬৬৯২০
বাংলা (কথাসাহিত্য)বি.এড।



 

No comments:

Post a Comment