Featured Post
ছড়াগুচ্ছ ।। বিচিত্র কুমার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
(১)
আবার যদি
আবার যদি ফিরে পেতাম
কিশোর বেলার জীবন,
বালু মাটির ঘর বানিয়ে
খেলতাম ইচ্ছে মতন।
লুকোচুরি খেলতাম আবার
বন্ধুরা সব মিলে,
মনের সুখে ঝাঁপ দিতাম
পদ্ম দীঘির জলে।
ফড়িং ধরতে যেতাম আবার
সোনালী ধানের ক্ষেতে,
রঙিন ঘুড়ি উড়িয়ে দিতাম
আনন্দতে মেতে।
(২)
নবান্নেরই ধুম
ধান পেকেছে ধান পেকেছে
চাষির মুখে হাসি,
সোনালি ধানে মন ভরেছে
স্বপ্ন রাশি রাশি।
কদিন পরে আসবে ঘরে
নতুন আমন ধান,
দোয়েল টিয়া ময়না শ্যামা
গায় হেমন্তের গান।
নানা কাজে ব্যস্ত কৃষাণ
নেই কৃষাণী ঘুম,
কদিন পরে আসবে ঘরে
নবান্নেরই ধুম।
(৩)
ভ্যাকসিন ছড়া
কবে পাব ভ্যাকসিন
চিন্তায় কাটে দিন,
কে দিবে ভ্যাকসিন
আমেরিকা না চীন।
অবিরাম আলোচনা
চলছে গবেষণা,
কে পাবে আগে
আমরা কী পাব না?
আসছে আবার দ্বিতীয় ঢেউ
অতি প্রবল বেগে,
এবার আমাদের কী হবে
চিন্তায় কাটে দিন উদ্বেগে।
(৪)
সিন্ডিকেটের ভূত
সিন্ডিকেটের ভূত
চতুর ওরা খুব,
কায়দা করে ফায়টা লোটে
মজুদ থাকে চুপ।
কৃষক শত পরিশ্রমে
পায়না ফসলের মূল্য,
কিন্তু তারা মজুদ করে
তোলে শস্যের মূল্য।
এর পিছনে আছে যারা
দেশের শত্রু তারাই,
লক্ষ লক্ষ টাকা কামাই
সিন্ডিকেটের ভূত ওরাই।
==========
বিচিত্র কুমার
আলতাফনগর,দুপচাঁচিয়া,বগুড়া।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন