Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

লিটল ম্যাগাজিন ।। বর্ণিক

আলোচনা - বর্ণিক

বর্ণিকের ডিসেম্বর সংখ্যা প্রকাশ----

প্রতি মাসের ন্যায় এই মাসেও বর্ণিকের সূচিতে চমক রয়েছে। পত্রিকাটির প্রচ্ছদ দেখেই বোঝা যাচ্ছে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় ও কবি নাসের হোসেনকে নিয়ে কিছু কাজ করেছেন বর্ণিক পত্রিকা। পেশাদার প্রচ্ছদশিল্পী অয়ন চৌধুরী তাঁর দক্ষ হাতে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দুই কিংবদন্তি শিল্পীকে। বর্ণিক পত্রিকা যেহেতু মাসিক পত্রিকা, তাই প্রতি মাসেই তারা নতুন নতুন কাজ করে চলেছে। এই ডিসেম্বর সংখ্যাতেও সবচেয়ে বড়ো কাজ যেটা করেছেন, তা হলো 'জন্মশতবর্ষে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের উপর ক্রোড়পত্র'। যে কাজটি বাংলা সাহিত্যের কোনো ছোটো-বড়ো পত্রিকা এখনও করেনি। এই দিক দিয়ে একটা স্বতন্ত্রতার ছাপ রেখে গেলো বাংলা সাহিত্যের পত্র-পত্রিকার কাছে। যতদিন এই বাংলা সাহিত্য টিকে থাকবে এই সংখ্যার প্রাসঙ্গিকতা সবাইকে স্বীকার করতেই হবে। মূল্যবান সব লেখা দিয়ে সেজে উঠেছে এই বিভাগ। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক তরুণ মুখোপাধ্যায় এবং তাঁর ছেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঋতম মুখোপাধ্যায় যেমন লিখেছেন, তেমনি লিখেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন গুণ। এছাড়াও আরো কিছু ভালো ভালো লেখা আছে। পুরানো বইয়ের পাতা থেকে কিছু দুষ্প্রাপ্য তথ্য এখানে তুলে ধরা হয়েছে। 

     এছাড়াও সদ্য প্রয়াত কবি নাসের হোসেনের উপর 'স্মরণ বিভাগ' রাখা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের মূল্যবান লেখার মাধ্যমে তাঁকে স্মরণ করেছেন।  কবি অলোকরঞ্জন দাশগুপ্ত ও তাঁর নিজের লেখার পুনর্মুদ্রণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। এছাড়াও যেসব লেখায় সমৃদ্ধ হয়েছে এই বিভাগ- আবু রাইহান, সম্পাদক ইউসুফ মোল্লা, গোলাম রাশিদ, সুজিত মান্না, বিপ্লব দত্তের প্রবন্ধে, কবিতায় রাহুল গাঙ্গুলী, শুভদীপ রায়, গালিব ইসলাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রতিম ভট্টাচার্য। 

      প্রতি মাসের মতো এই মাসেও নিয়মিত বিভাগ রয়েছে। সেখানে লিখেছেন বাংলা সাহিত্যের প্রথম সারির লেখকগণ। কবিতা,প্রবন্ধ, বড়ো গল্প, ছোটোগল্প, ছড়া, মুক্তগদ্য, ইংরেজি গল্প- নানা বিভাগে সেজে উঠেছে বর্ণিকের এই ডিসেম্বর সংখ্যা। কবিতায়- কবি জয় গোস্বামী, সুবোধ সরকার, শ্রীজাত, কমলেশ কুমার, অজিত বাইরী, মহিতোষ গায়েন, নিবিড় সাহা, ত্রিপুরা থেকে নন্দিতা ভট্টাচার্য, আমিরুল ইসলাম, বাংলাদেশ থেকে কবি হাবিবুল্লাহ সিরাজী, কুন্তল মুখোপাধ্যায়, তুষারকান্তি রায়, মিঠুন মন্ডল, গৌতম মন্ডল, সুমন মল্লিক, উদয়ন চক্রবর্তী, জয়ন্ত চট্টোপাধ্যায় সদ্য প্রয়াত কবি গৌরাঙ্গ মিত্রকে স্মরণ করে কবিতা লিখেছেন, লিয়াকত আলি লস্কর, হিফজুর রহমান, বেনজির সুলতানা, অনুষ্টুপ লাই, ছাব্বির আহম্মেদ, শুভ্রনীল চক্রবর্তী, সুদীপ্ত বিশ্বাস, উমর ফারুক, বিশ্বজিৎ কর সহ একঝাঁক তরুণ কবি। প্রবন্ধে তৈমুর খান কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করেছেন এবং সঞ্চারী ভৌমিক কবি আল মাহমুদকে নিয়ে আলোচনা করেছেন। ছড়াতে আছেন, বিশিষ্ট ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার, প্রতিভাধর শিশু সৃনিকা বিশ্বাস, নীলরতন চট্টোপাধ্যায়ের, অমরেশ বিশ্বাস, সুব্রত চক্রবর্তী। বড়ো গল্পে- ইলা হাইত দে, এমদাদ হোসেন, দেবজিত চক্রবর্তী, রণদৃপ্ত শীল, বাংলাদেশ থেকে সাজ্জাদুল ইসলাম শাওন। অনুগল্পে- শেখ নিয়ামত ইসলাম, অর্ণব মিত্র, সুভাশিষ দাস, মুজতবা হাসান, আব্দুল রাহাজ। মুক্তগদ্যে- ত্রিপুরা থেকে রাজা দেবরায়, প্রয়াস চন্দ এবং সুদূর বেলজিয়াম থেকে Frank Roger -এর ইংরেজি গল্পে সমৃদ্ধ এই সংখ্যাটি। 

     প্রতি মাসের ন্যায় ডিসেম্বর মাসের শেষ তারিখেও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকার শুভ উদ্বোধন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, কবিতা পাক্ষিক পত্রিকার সম্পাদক প্রভাত চৌধুরী, অধ্যাপক সুমন গুণ, কবি ও সম্পাদক সাতকর্ণী ঘোষ, এছাড়াও কবি নাসের হোসেনের দাদা ডা. কামাল হোসেন, কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের মেয়ে সুমিতা বসু এবং সর্বোপরি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বর্ণিক পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা।
 
কেউ যদি এই সমৃদ্ধশীল পত্রিকাটি সংগ্রহ করতে চান তাহলে সরাসরি সম্পাদকের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিন-8436871092



 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক