প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

তখনো বলা হয় নাই,
তার চোখে ঘুম ছিল অনেক,
অনেক জ্যোৎস্নায় ভেজার বিলাসিতা,
পূর্ণিমার চাঁদ, নারকেল পাতার কবিতা,
শেষ শব্দটা শোনার আগেই সে ঘুমিয়ে পড়ল।
তারপর রাত গভীরতর হল,
অচেনা বাইপাস ভেঙে
ছুটে গেল বেওয়ারিস লরি,
কয়েকটা ভিখারি হাইড্রেনে ফেলে দিল
সারারাতের সঞ্চয় শুকনো কয়েনগুলো,
চাঁদের ক্লান্তি বাড়তে বাড়তে
রেলিঙে মাথা নামিয়ে তন্দ্রাচ্ছন্ন হল,
এরকম করে পেড়িয়ে গেল
কয়েকশো বছর।
আমি দীর্ঘ রাত শেষে দেখি
শরীরের কোন অবয়ব নেই,
কেবল পড়ে আছে ধুলোর স্তূপ।
যার হাতে রেখেছি হাত
এতগুলো বছর ধরে
সে কেবলই একটা মৃন্ময়ী মূর্তি,
শরীরে গজিয়ে উঠেছে
ফার্ণ, ছত্রাক, আশ শ্যাওড়া।
মনে মনে বললাম, হে মৃন্ময়ী নারী,
আজ সুপ্রভাতে শেষ শব্দটা আমি বলবই।
মাটির স্তূপ থেকে সে হেসে বলল,
'শেষ শব্দ-সে তো বলে দিয়েছ
কয়েক শতাব্দী আগেই।
এই যে এতগুলো যুগ ধরে রেখেছ হাত,
আমরা একসাথে মিশে গেছি মাটিতে,
পাশাপাশি রয়ে গেছে শুধু দুটো আত্মা,
এটাই তো শেষ শব্দটা- ভালোবাসি।'
আমি দেখলাম, আমার মাটির শরীরে
শিশির ঝড়ে পড়ছে
আর বলছে," ভালোবাসি, ভালোবাসি"।
কয়েকটা আশ শ্যাওড়া ফুল
মাথা নেড়ে বলে গেল, " ভালোবাসি" ।
সকালের সূর্যকিরণ নরম হেসে
বুকে হাত রেখে বলে উঠল, " ভালোবাসি"।
-------------
কানুরঞ্জন চট্টোপাধ্যায়
ঠিকানা- রাজগঞ্জ মসজিদ
বর্দ্ধমান- ৭১৩১০২
যোগাযোগ- ৯১২৬৫৭৩০১০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন