কবিতা ।। কর্তব্য শেষে ।। রণেশ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, April 15, 2021

কবিতা ।। কর্তব্য শেষে ।। রণেশ রায়



কর্তব্য শেষে

রণেশ রায়


আগুনটা একটু উস্কে দাও
ক্ষতটায় যেন আলো জ্বলে
সে আলোয় পথের দেখা পাও।

চাবুক হাতে নির্দয় তুমি
ভেতরটা যেন রক্তাক্ত হয়
চেতনায় জ্বলে ওঠে বহ্নি। 

শত্রুর মুখোশটা খুলে ধর
ঘৃণার দহনে শুদ্ধ হও
শত্রু বধে যেন দ্বিধা না কর।

শত্রু তোমার ঘরে শত্রু বাইরে
শত্রু তোমার নিজ মননে
চেন নি সে শত্রু যে তোমার অন্তরে।

চেন নি সে শত্রু যে থাকে ঘাপটি মেরে
নিজের ভাবনায় নিজের চেতনায়
খুঁজে বার করে তাকে ক্ষত বিক্ষত হৃদয়ে।

নিজের ভেতরের দুষ্মনকেও চেন
নির্মম আঘাত হানো
তার স্বরূপটা চিনতে ভুল না যেন।

কর্তব্য শেষে সহৃদয় হও
উজাড় করে দাও নিজেকে
ভালোবাস সবহারা মানুষকে।

No comments:

Post a Comment