কবিতা ।। রঙের খেলায় জীবন ।। পলাশ পোড়েল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, April 15, 2021

কবিতা ।। রঙের খেলায় জীবন ।। পলাশ পোড়েল

 

রঙের খেলায় জীবন

পলাশ পোড়েল

 
রঙের দাগ পড়ে ভাসছে ক্যানভাসে মেয়ে
সেই চোখে জলছবি     বাতায়ন খিদে নিয়ে।
ঢেউ ভেঙে ছিপ ফেলে শরীর জ্যোৎস্নার আলোয়
সঙ্গমের মুগ্ধ নেশায় নিত্যদিন নিজেকে বিকায়।
স্বপ্ন নদী হতে গিয়ে ভুলভুলাইয়া... জড়িয়েছিল কাকে? 
হাত ফেরি হয় রাতপরী। রঙ আর টানে না তাকে।
কড়ি কাঠে ঘুণ ধরে    সাদামাটা জীবনের রঙ
আয় আয় আশমানী কবুতর... রঙ মেখে সাজি সঙ।
 
 ---------- 

পলাশ পোড়েল 
 কুলডাঙা, 
হাওড়া-৭১১৩০২

No comments:

Post a Comment