৫ কবিতা।। চিরবসন্ত ।। দিয়া মুখার্জি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, April 15, 2021

৫ কবিতা।। চিরবসন্ত ।। দিয়া মুখার্জি



চিরবসন্ত

দিয়া মুখার্জি


বসন্ত মানেই কোকিলের কুহুতান,
বসন্ত মানেই পলাশের ঝাঁক,
বসন্ত মানেই রঙের মেলা,
বসন্ত মানেই ভালোবাসা,
এই বসন্তেই তোমার আবির্ভাব
আমার হৃদয় আঙ্গিনায় |
সেই বসন্তেই প্রথম দেখা,
সেই বসন্তেই শেষ দেখা |
আজি বসন্তে মেতেছে সবাই রঙের মেলায়,
কিন্তু, আমি এখনো তোমার হাতে রং মাখার অপেক্ষায় |
মৃদু বাতাস আর প্রকৃতির সৌন্দর্য্য_এ হবে তোমার আগমন, 
যেখানে থাকবো শুধু তুমি আর আমি, 
আমি রঙের মেলায় মিলিয়ে যাব, 
প্রাণ ভোরে শুধু দেখব  তোমায় |
এ স্বপ্ন যে পূরণ হওয়ার নয় 
কিন্তু,তবুও আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখতে চাই ||
 


Regards 
Diya Mukherjee
Address - Brindabanpur, Joypur, dist-bankura 




Sent from RediffmailNG on Android

No comments:

Post a Comment